রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

রাজশাহীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠিত


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৪ ১২:৫৬

আপডেট:
৪ অক্টোবর ২০২৪ ১৬:২৯

ছবি: সংগৃহীত

"প্রতিটি শিশুর অধিকার রক্ষা হোক আমাদের অঙ্গিকার" শ্লোগানকে সমানে রেখে গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টার সময় ন্যাশনাল চিল্ড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ) রাজশাহী জেলার আয়োজনে রাজশাহী শিশু বিকাশ কেন্দ্র বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে যারিন তাসনিম জবা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক রাকিবুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন জামান, ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার তুহিন খানসহ ন্যাশনাল চিল্ড্রেন্স টাস্ক ফোর্সের অন্যান্য সাধারণ সদস্য।

ন্যাশনাল চিল্ড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সম্পর্কে জানতে চাইলে রাজশাহী জেলার সভাপতি যারিন তাসনিম জবা তিনি বলেন, শিশু অধিকার সনদ কতুটুকু বাস্তবায়িত হচ্ছে এবং তার অগ্রগতি তৃণমূল স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করা। শিশু যৌন নিপীড়ন শোষণ এবং শিশু পাচারের বিরুদ্ধে সরকারের গৃহীত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করা। সর্বস্তরে শিশুদের বৈষম্যহীন অংশগ্রহণের সুযোগ সৃষ্টি ও শিশুদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বড়দের সাথে নানা কাজে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পলিসি পরিবর্তনে উদ্যোগ গ্রহণ করা। শিশু অধিকার বাস্তবায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে দায়িত্বশীল ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে অবগত করা। আজকের শিশুরাই আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশ।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top