রাজশাহী বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১

রাজশাহীর দুর্গাপুরে পিস্তল-গুলি উদ্ধার


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৪ ১৬:১৭

আপডেট:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৮

ছবি: উদ্ধারকৃত অস্ত্র

রাজশাহীর দুর্গাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নওপাড়া ইউনিয়নের তোতাপাড়া কালভার্টের পাশে পরিত্যক্ত অবস্থায় শ‌পিং ব্যাগের ম‌ধ্যে অস্ত্র গু‌লো দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম জানান, সকালের দিকে পালশা গ্রামে রাস্তার পাশে অস্ত্র ভর্তি ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিস্তল, রিভলবার ও গুলি উদ্ধার করে। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top