সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান চালিয়ে পারিবারিক আদালতের পৃথক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে কর্ণহার থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো- জাহাঙ্গীর আলম ও আহসান আলী । জাহাঙ্গীর নগরীর কর্ণহার থানার মোল্লাডাইং এলাকার আব্দুল মান্নানের ছেলে ও আহসান আলী একই থানার শরমঙ্গল গ্রামের উমেদ আলীর ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীর আলম ও আহসান আলীর বিরুদ্ধে কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত দু’টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি আহসান আলীকে ডাইং-এর হাট বাজার থেকে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে কর্ণহার থানা ১৪ মে দিবাগত রাত সাড়ে ১২ টায় পরিচালনা করে আসামি আহসান আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: