পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে জাবের আলী (৪৫) নামের এক আসামিকে ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গত ২৯ নভেম্বর জাবেরের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা বাগমারার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মোবারক হোসেনকে পিটিয়ে জখম করে। বাজারের লোকজন মোবারককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত মোবারকের স্ত্রী নাজমা বিবি জাবেরসহ ১০ জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
বাগমারা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, জাবেরের অবস্থান জানতে পেরে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে থানায় নেয়ার জন্য বাজার থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ছিনিয়ে নেয়।
তিনি জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া জাবেরকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: