রাজশাহী বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

বানেশ্বর থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২


প্রকাশিত:
১ মে ২০২৪ ২১:০৩

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ২০:০৭

 ছবি:সংগৃহিত

মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রাম হতে দুপুর ১:২০ টায় দু’জন মাদককারবারিকে ৬০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

ধৃত আসামীরা হলো- চারঘাট থানার তাতারপুর গ্রামের জালাল মন্ডলের পুত্র কালাম (৪২) এবং একই থানার চক মোক্তারপুর গ্রামের শরিফুল ইসলামের পুত্র হাসিবুল হাসান শান্ত (২৪)। খবর বিজ্ঞপ্তির।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুযলিশের একটি টিম পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়ার নাদিম বাবুর আমবাগানের দক্ষিণ পাশে ইট বিছানো হেয়ারিং রাস্তার ওপর থেকে আসামী কালামের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি হলুদ রংয়ের শপিং ব্যাগের মধ্যে ৫ বোতল ফেন্সিডিল এবং হাসিবুল হাসান শান্ত-এর দেহ তল্লাশি করে তার ডান কাঁধে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবস্থায় ৫৫ বোতল ফেন্সিডিল -সহ তাদেরকে গ্রেফতার করে।


অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

 

 

আরপি/আআ


বিষয়: বানেশ্বর


আপনার মূল্যবান মতামত দিন:

Top