রাজশাহী বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২

পদ্মা নদীতে গোসল করতে নেমে তাবলিগ জামাত সদস্যের মৃত্যু


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৪ ১৮:৪০

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ০১:৪৬

 ছবি:সংগৃহিত

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে আবু হুরায়রা (২৮) নামে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে।

তাবলিগ জামাতের স্থানীয় আমির আহমদ আলী তরফদার জানান, গত ১৮ এপ্রিল ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জনের তাবলিগ জামাতের একটি দল রাজশাহীতে আসেন। সেই দলের সদস্য ছিলেন আবু হুরায়রা। সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি। এরপর নদীতে তলিয়ে যান। মৃত আবু হুরায়রার বাড়ি চট্টগ্রামে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতাল জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আবু হুরায়রার মৃত্যু হয়েছিল। পরিবারের সদস্যরা আসার পর আইনি প্রক্রিয়া শেষেই মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top