গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে কিশোরের মৃত্যু, আরেকজন নিখোঁজ
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত কিশোর হলেন, মহিশালবাড়ীর সাগর পাড়া গ্রামের মো. ওমর আলীর ছেলে উসমান আলী (১৩)। নিখোঁজ একই গ্রামের সাবেক সেনাসদস্য মো. নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। তাকে উদ্ধারে গোদাগাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
রাজশাহীর গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. নমির উদ্দিন বলেন, আল ইসলাহ ইসলামী একাডেমির পাঁচ ছাত্র স্কুল থেকে বাড়ি না ফিরে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে গোসলের সময় দুজন ডুবে যায়। পরে স্থানীয়ার উসমানের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। এছাড়াও যে মরদেহ উদ্ধার হয়েছে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরপি/আআ
বিষয়: কিশোরের মৃত্যু গোদাগাড়ী রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: