রাজশাহী বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৪ ১৫:৫৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১৬:০০

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সিহত শিশুরা হলো- রজব আলী (৫) ও কেয়া খাতুন (৫)। শনিবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার খাড়তা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রজব মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামের রুবেল হোসেনের ছেলে এবং কেয়া খাতুন নাটোর জেলার লালপুর উপজেলার মুকুল হোসেনের মেয়ে। কেয়া তার খালাতো বোন এবং সে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।


মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মণ্ডল জানান, শিশু দু’জন সকালে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে স্বজনদের অজান্তেই তারা বাড়ির পাশের বাচ্চু হোসেনের লিজ নেয়া সরকারি পুকুরে পড়ে ডুবে যায়।


অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে তাৎক্ষণিক মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানকার চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top