রাজশাহী সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২৩শে পৌষ ১৪৩২

পদ্মায় গোসলে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪ ১৮:০২

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ০৮:৪৪

 ছবি:সংগৃহিত

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পবা উপজেলার শ্যামপুর বালুঘাট সংলগ্ন নদীতে নেমে তারা নিখোঁজ হয়। পরে বেলা পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের লাশ উদ্ধার করে।

মৃতরা হলো- রাজশাহী নগরীর মতিহার থানার রেন্টুর ছেলে যুবরাজ (১৪), নূর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৫) এবং লিটনের ছেলে আরিফ (১৪)। তারা কাটাখালি পৌরসভার শ্যামপুরের একটি মাদ্রাসার শিক্ষার্থী।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওবায়দুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পবা উপজেলার শ্যামপুর বালুর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে নামে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top