রাজশাহী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১

ছাগলে আমগাছের পাতা খাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৪ ২২:২৭

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ২৩:১২

ফাইল ছবি

গোদাগাড়ীতে মসজিদের আমগাছের পাতা ছাগলে খেয়ে ফেলা নিয়ে দ্বন্দ্বে রুহুল আমিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে মোহনপুর ইউনিয়নের দিগরাম ঘুন্টিঘর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত রুহুল ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে। ওসি আব্দুল মতিন জানিয়েছেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন সাদেকুল, আরিফুল ও জামাল উদ্দিন।

জানা গেছে, সোমবার সাদেকুল ইসলামের ছাগল স্থানীয় মসজিদের আম গাছের কয়েকটি পাতা খেয়ে ফেলে। এ নিয়ে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন ছাগলের মালিক সাদেকুলকে ডেকে নিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে সাদেকুলসহ তার কয়েকজন সহযোগী মসজিদ কমিটির সভাপতির সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে সাদেকুল ও তার সহযোগীরা সভাপতির অনুসারী রুহুল আমিনকে মারধর করে। এ সময় রুহুল আমিনকে বাঁচাতে এগিয়ে এলে নাজিরুল ইসলামসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় রুহুল আমিনকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top