রাজশাহী মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১

সুন্নি সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতারণ


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪ ১২:১৯

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ০৬:৩৫

রাজশাহী পোস্ট

গোদাগাড়ীর চর আষাড়িয়া দহের ঈদুল ফিতরকে সামনে রেখে গরিব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামিক সংগঠন সুন্নি সৈনিক ফাউন্ডেশন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে গোদাগাড়ী থানার চর আষাড়িয়া দহ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। দরিদ্র- অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

সুন্নি মতাদর্শ সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ এই স্লোগানকে সামনে রেখে এই সংগঠনের পথ চলা। ব্যক্তি উদ্যোগে এই সংগঠনটি এমন আয়োজন করেছে।

এলাকার মানুষ এই সংগঠনের এত সুন্দর কাজ করায় তাদের সাধুবাদ জানায়, সব সময় তারা ভালো কাজে এগিয়ে থাকবে সেই আশা ব্যক্ত করে।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ তারেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মবিন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাজহারুল উলুম ইসলামিয়া ও হাফেজিয়া মাদ্রসার প্রধান শিক্ষক এইচ এম মোহাম্মদউল্লাহ, ৭ নং ইউপি সদস্য আব্দুল হাই, মো:রজব আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top