রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হতে হবে: সুরক্ষা সচিব


প্রকাশিত:
১০ মার্চ ২০২৪ ১৮:৪৩

আপডেট:
৬ মে ২০২৪ ১১:১৩

ছবি: রাজশাহী পোস্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেছেন, কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হতে হবে।

রোববার (১০ মার্চ) রাজশাহীতে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

কারারক্ষীদের জন্য প্রযোজ্য বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, কারাগারের ভেতর ও বাইরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি কারারক্ষীদেরকে বন্দিদের প্রতি সংবেদনশীল, মানবিক ও শৃঙ্খল আচরণ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান তিনি।

কারাগারকে প্রকৃত সংশোধনাগারে রূপান্তরের জন্য কাজ করা হচ্ছে জানিয়ে আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী কারা প্রশিক্ষণার্থীদের কারাগারে বন্দিদের সঙ্গে সদাচরণ করে তাদেরকে নৈতিকতা শিক্ষা দিয়ে উন্নত জীবন গড়তে উদ্বুদ্ধ করার কথা বলেন।

পরে সুরক্ষা সচিব ১১ জন ডেপুটি জেলারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কমান্ডেন্ট জেনারেল কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এসময় কারা সদর দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বুনিয়াদি এই প্রশিক্ষণ কোর্সটি গত ২০ সেপ্টেম্বর শুরু হয়। আজ ১০মার্চ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মাধ্যমে শেষ হয়। এতে কমান্ড্যান্ট কালাম হোসেনের তত্ত্বাবধায়নে ডেপুটি জেলার হিসেবে ১১ জন, কারারক্ষী হিসেবে ৩৪১ জন ও নারী কারারক্ষী হিসেবে ২৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top