রাজশাহী সোমবার, ১৪ই অক্টোবর ২০২৪, ৩০শে আশ্বিন ১৪৩১

রাজশাহীতে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার ২


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৮

আপডেট:
১৪ অক্টোবর ২০২৪ ২০:৩২

ছবি: গ্রেফতার আসামিরা

রাজশাহী নগগরীতে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো- নগরীর দামকুড়া থানার পুরাতন কসবা এলাকার মিলন ওরফে ভগা মিলনের ছেলে আল আমিন অপু (২৮) ও মুরারীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে নাইম আলী (২৭)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার রাত ৮টায় রাজপাড়া থানার দাশপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামি অপু ও নাইমকে গ্রেফতার করা হয়। এসময় একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। এছাড়াও আসামি আল আমিন অপুর বিরুদ্ধে আরএমপির দামকুড়া ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা দায়ের রয়েছে। আর আসামি নাইম আলীর বিরুদ্ধে আরএমপির মতিহার ও রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের রয়েছে।

গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top