রাজশাহী রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

নওহাটা মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৮

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫২

ছবি: নবীন বরণ

রাজশাহী জেলার পবায় উৎসবমুখর পরিবেশে নওহাটা মহিলা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই তোমাদের লক্ষ্য ঠিক করতে হবে,স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখলে সেটি বাস্তবায়ন হবে। তোমাদের নিজেদের গড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সরকার নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। বছরের প্রথম দিন নতুন বই উপহার দিচ্ছে। এটি তোমাদের পেছনে সরকারের বিনিয়োগ। যাতে তোমরা দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠো।

তিনি আরো বলেন, এখন স্কুল-কলেজে শিক্ষার্থীর নামের পাশে পিতার নামের পাশাপাশি মায়ের নামও লিখতে হয়। এই স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক দূর এগিয়ে যাচ্ছে। তারা হেলিকপ্টার চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বিসিএস ক্যাডার হচ্ছে, এসপি হচ্ছে, ডিসি হচ্ছে।

তিনি আরো বলেন, স্কুল-কলেজে দৃষ্টিনন্দন নতুন ভবন তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার। এই ভবনের  ডিজাইনে ফাইনাল টাচ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আর্কিটেকদের বলেছেন, কোথায় কী হবে, কী কালার দিতে হবে। এটি আমাদের বড় পাওয়া।

নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. কাউছার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বন্যা ঘোষ। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top