ভুট্টা ক্ষেতে পড়ে ছিল বৃদ্ধার মরদেহ

রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেত থেকে মালেকা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মালেকা উপজেলার বাউসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেনুপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাউসা পূর্বপাড়ার আব্দুল জলিলের ভুট্টা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আগের দিন শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোজাখুজির পরও স্বজনরা তাকে না পেয়ে থানায় অবগত করেন।
পরে মরদেহ উদ্ধার করে পুলিশ । বাড়ি থেকে ৫০০ মিটার দক্ষিনে ভ’ট্রা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়,মুখে কাটা দাগ,বাম কান ছিঁড়া ও মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে হত্যার সন্দেহ পুলিশ ও স্থানীয়দের।
জানা যায়, বিবাহ বিচ্ছেদে ৩০/৩৫ বছর আগে স্বামী পরিত্যক্তা হন মালেকা খাতুন। সে মৃত নাদের প্রামানিক মেয়ে।
নিহতের ভাইয়ের ছেলে আব্দুল জলিল জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে বিকালে ফিরে আসে। ওইদিন সন্ধার পরে আবার বের হন। পরে আর ফিরে আসেনি। তার গলায় সোনার চেইন, ও কানে দুল ছিল। তার দাবি,কেউ হয়ত সোনার অলঙ্কার নেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি জানান,আড়ানী বেড়েরবাড়ি আশ্রয়ণ প্রকল্পে স্বাধীন নামের একজনের নামে বরাদ্দ ঘরে থাকতেন। তার সংসার চলতো ভিক্ষার টাকায়।
ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য বের করবে এটা আমার দাবি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, খবর পেয়ে শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।
আরপি/এসআর
বিষয়: মরদেহ
আপনার মূল্যবান মতামত দিন: