রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

রাজশাহীর ৪০ নারী পাচ্ছেন 'শ্রেষ্ঠ জয়িতা'র পুরস্কার


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৮

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৫:৫০

ছবি: প্রেস ব্রিফিং

চলতি বছর রাজশাহী বিভাগ থেকে ৪০ জন নারী পাচ্ছেন 'শ্রেষ্ঠ জয়িতা'র পুরস্কার। আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের এ সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এসব জানান।

জসীম উদ্দীন হায়দার জানান, সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে রাজশাহী সিটি করপোরেশন এলাকা থেকে নির্বাচিত ১০ জন থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে (৫ হাজার টাকা করে) ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। এছাড়াও বিভাগের আট জেলা থেকে নির্বাচিত অপর ৩৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে নগদ পাঁচ হাজার করে টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করেন জসীম উদ্দিন হায়দার।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top