রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৪ ১৬:০১

আপডেট:
২৬ জানুয়ারী ২০২৪ ১৬:২২

ছবি: সংগৃহীত


রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দিয়ে এ দিবস উদযাপিত হয়।

সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।

এসময় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানের ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top