ময়লা স্তুপের নিচে ২০ লাখ টাকার হেরোইন, গ্রেফতার ১
-2023-12-10-08-45-45.jpg)
রাজশাহীর গোদাগাড়ীতে ২০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত মধ্য রাতে গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারির নাম সাবিয়ার রহমান ওরফে স্বাধীন (৫০)। তিনি গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া এলাকার মৃত বাইতুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে গ্রেফতার স্বাধীনের বাড়ি ঘেরাও করার সময় পালানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে আসামির বাড়ির পাশে ময়লা স্তুপের নিচে মাটির ২ ফিট গভীরে পোতানো অবস্থায় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: