রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

বাঘায় জেল হত্যা দিবস পালিত


প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩ ০০:৫২

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০৭:৩৫

ছবি: আলোচনা সভা

রাজশাহীর বাঘায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় চার নেতার স্মরণে বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়।

আরও পড়ুন: দেশের দু-এক জায়গায় হালকা বৃষ্টির আভাস

বিকাল ৪ টায় বাঘা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনায় উপজেলা আওয়ামীগীর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও মজিবুর রহমান, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিলটন।

সব শেষে জাতীয় এই চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, উপজেলা পাঁচজন ইউপি চেয়ারম্যান, দলের সকল ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top