রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১

বাঘায় কর্মরত শিক্ষকদের সম্মাননা প্রদান


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩ ০০:২৩

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০০:২৪

ছবি: সম্মাননা প্রদান

রাজশাহীর বাঘা উপজেলার বেলগাছি ঢাকা চন্দ্রগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পরে ওই বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এই সম্মাননার আয়োজন করেন। এতে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলুর সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬ জনের মৃত্যু, ভর্তি ২৪৯৫

অনুষ্ঠানে রাজশাহী বেতারের উপস্থাপক, নাট্যশিল্পী প্রতিবেদক, সংবাদ পাঠক ও রেডিও পদ্মার উপস্থাপক শহীদুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য আনন্দ কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, বাঘা শাহদৌলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রাজ্জাক, রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান মানিক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল কুদ্দুস প্রমুখ।

সন্মাননা অনুষ্ঠানে বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য যারা জমি,মেধা, শ্রম, সময় ও অর্থ, জমিদান করে সাহায্য করেছেন তাদের এবং বিদ্যালয়ের কর্মরত শিক্ষক (মরণোত্তর ও জীবিত) শিক্ষক ও অতিথিদের সম্মাননা সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top