বাঘায় ১২১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার যুবক
ছবি: গ্রেফতার আসামি
রাজশাহীর বাঘায় ১২১ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রউফ ঝুন্টু (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর এলাকা থেকে র্যাব-৫ এর একটি অপারেশন দল তাকে গ্রেফতার করে। আব্দুর রউফ ঝুন্টু উপজেলার আলাইপুর গাবতলীপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে।
আরও পড়ুন: ‘ঢাকা অবরোধ করতে এলে হেফাজতের চেয়েও করুণ পরিণতি হবে বিএনপির’
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রউফ ঝুন্টুকে গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ বিষয়ে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: