রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

বাঘায় চিকিৎসকের ভূলে গরুর মৃত্যুর অভিযোগ


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৭

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০৪:২১

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর বাঘায় চিকিৎসকের ভূল চিকিৎসায় ২ লাখ টাকা দামের গরুর মৃত্যু হয়ে বলে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে গত বুধবার (২০ সেপ্টেম্বর) চিকিৎসক সোহেল রহমানকে দায়ী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন গরুর মালিক তারেক রহমান।

এ বিষয়ে গরুর মালিক তারেক রহমান বলেন, কিছুদিন আগে এনজিও থেকে ঋণ করে একটি গরু ক্রয় করি। অন্তঃসত্তা গরুটি অসুস্থ্য হওয়ায় উপজেলা প্রাণীসম্পদ অফিসের এফ.এ (এআই) কর্মী সোহেল রহমানকে অবগত করি। তিনি ১৪ সেপ্টেম্বর বাড়িতে এসে গর্ভকালীন জটিলতা আছে বলে চিকিৎসা দেন। চিকিৎসা দেওয়ার পর ১৭ সেপ্টেম্বর রাতে গরুটি মারা যায়। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে মর্মে, ২০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তারেক রহমান উপজেলার বাউসা হেদাদীপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

আরও পড়ুন: স্যাংশনের তালিকায় বিএনপি-জামায়াতের নামই বেশি থাকার কথা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গরুর চিকিৎসক উপজেলা প্রাণীসম্পদ অফিসের এফ.এ (এআই) কর্মী সোহেল রহমান বলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.শরিকুল ইসলাম স্যারের নির্দেশনায় চিকিৎসা দিয়েছি। পরে গরুটি মারা গেছে। কেন গরুটি মারা গেল কিছুই বুঝতে পারছিনা।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, সোহেল রহমান ফিল্ড এসিস্ট্যান্ট (এআই) কর্মী। অনেক সময় আমরা না থাকলে তারা গিয়ে চিকিৎসা দেন। এই গরু সম্পর্কে জানিয়ে আমার পরামর্শে চিকিৎসা দেন তিনি। গরুটি মারা যাওযার কারণ জানতে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। রির্পোট পেলে গরুটি মারা যাওয়ার কারণ জানা যাবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, চিকিৎসা দেওয়ার পরে গরু মারা গেছে, এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top