পদ্মায় ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু
-2023-09-12-22-45-50.jpg)
রাজশাহীর বাঘায় পদ্মায় ডুবে নেয়াজুল ইসলাম নিনাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার গড়গড়ির বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীতে এই ঘটনাটি ঘটেছে।
নিনাদ গড়গড়ি ইউনিয়নের বেংগাড়ি গ্রামের ও পলাশি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাজিজুল ইসলাম নাহিদ সরকারের ছেলে।
আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে আজও ১১ জনের মৃত্যু, ভর্তি ২৯৫৬
জানা যায়, নিনাদ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে আগত চাচাত ভাই নাফিদ সরকার ও মির্জাদ সরকারের সাথে বেংগাড়ি বাজারের নিচে পদ্মা নদীর ধারে ঘুরতে যায়। তারা পদ্মার ধারে ঘুরতে ঘুরতে নিনাদ পা ফঁসকে পড়ে যায়। পদ্মা নদীর পাড় গভীর হওয়া তাৎক্ষনিক উদ্ধার করতে পারেনি তাকে। কিছুক্ষণ পরে শিশু নিনাদ স্্রােত ভেসে যেতে দেখে মির্জাদ। এ সময় তাদের চিৎকারে মাছ ধরা নৌকা এসে নিনাদকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করে।
তার মৃত্যুর খবর জানার পর থেকে মা হুসনে আরা বেগম ও বাবা তাজিজুল ইসলাম নাহিদ কোন কথা কলতে পারছিলনা।
এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, শিশুর চাচাত ভাইয়েরা অনেক দিন পর পর বাড়িতে বেড়াতে আসে। তারা সকাল ৮টার দিকে বেংগাড়ি বাজারের এক দোকান থেকে চুইমগাম নিয়ে পদ্মার ধারে বেড়াতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। তবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া মেনে এসেছে।
আরপি/এসআর-১৭
বিষয়: পদ্মায় ডুবে
আপনার মূল্যবান মতামত দিন: