রাজশাহী বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০১৯ ০৩:২৯

আপডেট:
১৬ মে ২০২৪ ০৯:১৯

ছবি: সংগৃহীত

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত করা হয়েছে। দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ শপথ পড়ানো হয়। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শপথ নিয়েছে শতাধিক শিক্ষার্থী।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে শপথ নিচ্ছেন শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তারা

 

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছাড়াও সরকারী নানা দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন। দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো হুমায়ুন কবির, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, সভাপতি সচেতন নাগরিক কমিটি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আবদুল মান্নান, দুর্নীতি দমন কমিশন-দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েতুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি-সনাক’র রাজশাহী শাখার সভাপতি ড. দীপকেন্দ্র নাথ দাস ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক তানবিরুল আলম।

উল্লেখ্য, দুর্নীতিদমন কমিশন ও জেলা প্রশাসন, রাজশাহী ‘র উদ্যোগে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজশাহী ও সনাক-টিআইবির রাজশাহী’র সহায়তায় দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন হয়ে মানববন্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top