রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

কোটি টাকার হেরোইন পাচারের সময় ধরা, গ্রেফতার যুবক


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৩ ০৬:৪৪

আপডেট:
৬ মে ২০২৪ ১৩:৫২

ছবি: গ্রেফতার আসামি

রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে এক কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৪ হাজার টাকা।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ আগস্ট) র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন কোনদিন পূরণ হবে না: মেয়র লিটন

গ্রেফতার মাদক কারাবারির নাম মেহেদী হাসান (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইনের একটি চালান পাচার হচ্ছে। গ্রেফতার আসামি একটি অটোযোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিল। এ সময় সন্দেহজনক গতিবিধি দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি ৪০ গ্রাম মাদক জব্দ করা হয়।

এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top