রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে

পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫জন আটক


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০১৯ ০২:৫১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৩৯

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। রোববার থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে মহানগর থানা পুলিশ ৫২ ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।

মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, তাদের ১২ থানা নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে পলিশ। এদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ১০ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৫ জন, এয়ারপোর্ট থানা ৫ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ১ জন ও দামকুড়া থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৬ জন মোট ৫২ জনকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অভিযানকালে বেশ কিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top