রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

মূল্য তালিকা ছাড়াই ডাব বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৩ ০৫:৩৪

আপডেট:
২ মে ২০২৪ ১০:৫১

ছবি: অভিযান

মাত্রাতিরিক্ত মূল্যে ও মূল্য তালিকা ছাড়া ডাব বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদের থেকে মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রাজশাহীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান: মেয়র লিটন

প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, ডাবের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় চারটি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিক নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

আরপি/এসআর-২২



আপনার মূল্যবান মতামত দিন:

Top