রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বাঘায় অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৩ ০০:০৩

আপডেট:
৪ মে ২০২৪ ২১:০৩

প্রতীকী ছবি

রাজশাহী বাঘায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১৯ আগস্ট) সকালে অপহরণ করা হয়েছে তাকে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ৫ জনকে অভিযুক্ত করে বাঘা থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ মিল্লিক বাঘা গ্রামের বকতিয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন বাপ্পি (১৬) প্রতিনিয়ত স্কুলে যাওয়ার পথে রাস্তাঘাটে ছাত্রীকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উত্তর মিল্লিক বাঘা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি সামনে থেকে জোরপূর্বক সিএনজিতে যোগে অপহরণ করে নিয়ে যায় সোহাগ হোসেন বাপ্পিসহ তারা।

আরও পড়ুন: রাজশাহীসহ আট বিভাগেই বৃষ্টিপাতের আভাস

অভিযুক্ত সোহাগ হোসেন বাপ্পি ও তার পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্কুল ছাত্রীর বাবা বলেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী। অভিযোগ দেওয়ার পর থেকে তারা আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।

বাঘা থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, অভিযোগ পাওয়ার পর থেকে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

আরপি/এসআর-১১


বিষয়: অপহরণ


আপনার মূল্যবান মতামত দিন:

Top