জাতীয় শোক দিবসে রাসিকের নানা কর্মসূচি
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শোক ব্যানার প্রদর্শন, সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও ওয়ার্ড কার্যালয় সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৯টা ৩০ মিনিটে নিউ গভঃ ডিগ্রী কলেজ চত্বর হতে বঙ্গবন্ধু চত্বর (সিএন্ডবি মোড়) শোক র্যালি, সকাল ১০টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১১টায় নগর ভবন সিটি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বাদ যোহর সোনাদিঘী জামে মসজিদসহ সকল মসজিদে বিশেষ মোনাজাত, সুবিধাজনক সময়ে স্ব স্ব উপাসনালয়ে অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা, নগর ভবনসহ ৩০টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত আসন কার্যালয়ে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার ও শোক ব্যানার প্রর্দশন, সন্ধ্যায় বিভিন্ন স্থানে স্থাপিত ডিজিটাল বিলবোর্ড/ইলেকট্রনিক বিলবোর্ড এর মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি ব্যাপকভাবে প্রচার, রাজশাহী সিটি হাসপাতালে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মাসব্যাপী কালো ব্যাজ, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি।
আরপি/এসআর-০৪
বিষয়: রাসিক জাতীয় শোক দিবস
আপনার মূল্যবান মতামত দিন: