রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ০৫:২৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে আমিরুদ্দিন নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় এস্কেভেটর মেশিনের (খনন যন্ত্র) ব্যাটারি জব্দ করা হয়।

রোববার (৬ আগষ্ট) বিকেলে উপজেলার পাকুড়িয়ার কলিগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত আমিরুদ্দিন উপজেলার দিয়ার কাদিরপুর গ্রামের মেহের আলীর ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহম্মেদ জানান, উপজেলার পাকুড়িয়ার কলিগ্রাম এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বালমহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ অপরাধে এস্কেভেটর (খনন যন্ত্র) মালিক উপজেলার চকরাজাপুর ইউপি’র ৩ নং ওয়ার্ডের সদস্য আমিরুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে খনন কাজ বন্ধ করে এস্কেভেটর মেশিনের(খনন যন্ত্রের) ব্যাটারি জব্দ করা হয়। সেই সঙ্গে, পুকুর খনন করবেনা মর্মে আমির উদ্দিনের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top