রাজশাহী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু


প্রকাশিত:
২ আগস্ট ২০২৩ ১৯:১৬

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৩:২৮

প্রতীকী ছবি

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের এই ত্রিমুখী সংঘর্ষে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার সময় উপজেলার বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৫৫), বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিজুর রহমান (৩৫)।

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান(৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভুটি চালক মামুন (৩৫)।

এসআই সাখাওয়াত হোসেন বলেন, আজ (বুধবার) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামে গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top