রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

টাকা নিয়েও মাহফিলে আসলেন না তাহেরি


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩ ০৪:৫৫

আপডেট:
৩০ জুলাই ২০২৩ ০৫:১৯

ছবি: রাজশাহী পোস্ট

অগ্রিম টাকা নিয়েও রাজশাহীর গোদাগাড়ীতে এক ওয়াজ মাহফিলে না আসার অভিযোগ উঠেছে মুফতি জুনায়েদ সিদ্দিকি আত তাহেরি বিরুদ্ধে।

শনিবার (২৯ জুলাই ) গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ইউনিয়নে ভূবন পাড়া গ্রামে এ মাহফিলের আয়োজন করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ওই ওয়াজ মাহফিলে প্রধান আমন্ত্রণ প্রধান বক্তা হিসাবে জুনায়েদ সিদ্দিকি আত তাহেরি ওয়াজ করার কথা ছিল। মাহফিলে আসা বাবদ তাকে দেড় মাস আগে অগ্রিম ৫ হাজার টাকা বিকাশে পাঠিয়েছিলেন আয়োজকরা। কিন্তু আজ (২৯ জুলাই ) মাহফিলে দিন নির্ধারিত সময়ের আগে বিকাল পাচঁটায় জানান তিনি আসতে পারবে না। পরে যোগাযোগ রাখা মোবাইল ফোনে বারবার কল দিলেও যোগাযোগ করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে টাকা নিয়ে তাহেরির না আসার বিষয়টি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। এসময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহেরির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে পুরো গোদাগাড়ীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

মাহফিল কমিটির সভাপতি ইয়াকুব আলী বলেন, গতকাল রাত দশটায় আমার সাথে যোগাযোগ হয়। তিনি আমাকে বলেছিলেনে চট্টগ্রামে একটা মাহফিল আছে ওটা শেষে আপনাদের মাহফিলেরে উদ্দেশ্যে রওনা হবো। এরপরে আমি আপনার সাথে ফোন দিয়ে কন্টাক করব। এরপর তার জন্য আমি সারারাত জেগে থাকি তার ফোনের অপেক্ষায়। কারণ উনি ফোন দিলেই আমাকে ফোন ধরতে হবে। এরপর তিনি আমাকে বললেন রাত ২ টা ২২ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি এরপর আপনাদের ওখানে যাব। এরপর ঢাকায় পৌঁছানোর পর তার সাথে কথা হয় তিনি রাজশাহীতে আসতেই চান। আমরাও তাকে সব ধরনের সিকিউরিটি দিয়ে নিয়ে আসার আশ্বাস দেই। এরপর আমার সাথে কথা হলে আমাকে দুপুর ১টার পরে যোগাযোগ করতে বলেন, আমি দুপুরে একটার পরে যোগাযোগ করি তখন তিনি আমাকে বললেন, আমি এখন বিমানবন্দরে যাচ্ছি বিমানের টিকিট নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। এরপরে যোগাযোগ হতেই থাকে মাঝেমধ্যে এরপর সন্ধ্যা ৫টার পর তার ফোনে কোন ধরনের যোগাযোগ করতে পারেনি ফোন বন্ধ পাওয়া যায় অনলাইনে একাধিকবার ফোন ঢুকলেও তিনি ফোন ধরেননি। এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করতে পারিনি।

ইয়াকুব আলী বলেন, তার সাথে মাহফিল করার কথাবার্তা বলা হয়, তিনি আমাদেরকে ২৯ জুলাই রাত্রে সময় দেয়, যেদিন তারিখ নির্ধারণ করেছিলেন সেদিন তাকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা দেওয়া হয়। তার সাথে আমার মাঝেমধ্যে যোগাযোগ হয় তিনি আমাকে বলেছেন সময় মত মাহফিলে এসে উপস্থিত হবেন এবং মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন। আজ ৫ টার পরে তাকে ফোন দিলে তিনি ফোন বন্ধ করে দেয়। পরে তার সাথে কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি

অভিযোগের বিষয়ে জানতে তাহেরির মোবাইল নম্বরে কয়েকবার কল করা হলেও প্রত্যেকবারই সেটি বন্ধ পাওয়া যায়।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top