পদ্মায় নিখোঁজ শিশু সাজিমেরও লাশ উদ্ধার

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু সাজিমেরও লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (২২ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার দুর্ঘটনাস্থল থেকে ২০০ গজ পূর্ব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, এদিন আড়াইটার দিকে ভাসমান অবস্থায় অপর নিখোঁজ শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া সাজিম (১২) নগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের লেবাসের ছেলে। একই ঘটনায় মৃত সিয়াম একই গ্রামের সুখচানের ছেলে। তারা উভয়েই গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।
আব্দুর রউফ বলেন, শনিবার বিকেল ৪টার দিকে সাজিমের মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাস্থল থেকে একটু পূর্ব দিকে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়। উদ্ধারের পর পুলিশের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল (শুক্রবার) দুপুরে নগরীর সাতবাড়িয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু সিয়াম ও সাজিম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার সম্ভব না হওয়ায় অভিযান স্থগিত করা হয়। আজ (শনিবার) সকাল থেকে আবারও অভিযান শুরু করা হয়।
আরপি/এসআর-০৩
বিষয়: পদ্মা নদী লাশ উদ্ধার ফায়ার সার্ভিস
আপনার মূল্যবান মতামত দিন: