রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

নিজেই ছিনতাইকারীকে খুলে দিলেন স্বর্ণালংকার!


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ০৫:১৪

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৪:০২

ছবি: ভুক্তভোগী

রাজশাহীর চারঘাটে দিনে-দুপুরে এক মহিলার কানের দুল ও গলার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নেশাদ্রব্য শুকিয়ে অচেতন করায় ওই মহিলা নিজেই অজ্ঞাত ব্যক্তিদের হাতে কানের দুল ও গলার চেইন দিয়েছেন।

শনিবার (২২ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে চারঘাট কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম মর্জিনা বেগম (৫৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের খবিবুর রহমানের স্ত্রী।

মর্জিনা বেগম জানান, শনিবার সকালে চারঘাট কাঁচাবাজারে বাজার করতে আসেন তিনি। এসময় অজ্ঞাত তিন জন লোক কোনো নেশাদ্রব্য শুকিয়ে উপজেলা পরিষদের দিকে ডেকে নিয়ে যায়। নিজের অজান্তেই ভুক্তভোগী দুই কানের দুল ও একটি স্বর্ণের চেইন খুলে তাদের হাতে তুলে দেন। সেসময় সবকিছু নিজে করলেও কোনো বোধশক্তি ছিল না তার।

কিছুক্ষণ পর বোধশক্তি ফিরলে কানের দুল ও গলার চেইন না থাকার বিষয়টি মাথায় আসে। দেড় আনা পরিমাণের দুইটি কানের দুল ও সাড়ে ৯ আনা পরিমাণের গলার চেইনের বাজারমূল্য ৬০ হাজার টাকা বলেও জানান ভুক্তভোগী নারী।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, নেশাদ্রব্য শুকিয়ে কোনো একজনের জিনিস ছিনতাইয়ের কথা শুনেছি। সেই অনুযায়ী ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আরপি/এসআর-০২


বিষয়: ছিনতাই


আপনার মূল্যবান মতামত দিন:

Top