রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা সভা


প্রকাশিত:
২১ জুলাই ২০২৩ ০০:৪৭

আপডেট:
৬ মে ২০২৪ ০৯:২১

ছবি: সভা

রাজশাহীর বাঘায় যৌন হয়রানি এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাকের আয়োজনে ওই স্কুলের মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা কমিটি সদস্যরা অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। 

সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, ব্র্যাক অগ্নি প্রকল্পের চারঘাট এরিয়া অফিসের প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কমিউনিটি ভলিন্টিয়ার নজরুল ইসলাম প্রমুখ।

ব্র্যাক অগ্নি প্রকল্পের চারঘাট এরিয়া অফিসের প্রকল্প কর্মকর্তা সাবির হোসেন জানান, চারঘাট এরিয়া অফিসের আওতায় (পুঠিয়া,চারঘাট,বাঘা) উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ করছে ব্র্যাকের সোশ্যাল কমপ্লায়েন্সের অগ্নি প্রকল্প। অগ্নি প্রকল্পটি সকল প্রকার যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরী করে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ কমিউনিটি পর্যায়ে চায়ের দোকানে যৌন হয়রানি এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অব্যাহত আছে। 

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top