রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

বাঘায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমার জয়


প্রকাশিত:
১৮ জুলাই ২০২৩ ০৬:৪৯

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৪৫

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ফাতেমা খাতুন লতা বিজয়ী হয়েছেন। কলস প্রতীক নিয়ে ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে জয় লাভ করেছেন তিনি।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় বাঘা উপজেলা হলরুম থেকে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যালট পদ্ধতিতে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিনা খাতুন ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫০১ ভোট। অর্থাৎ ২ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন লতা। উপজেলায় ভোট বাতিল হয়েছে ১৬৫টি।

এদের মধ্যে ফাতেমা খাতুন লতা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও রিনা খাতুন আওয়ামী লীগের সমর্থক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইন শৃঙ্খলাবাহিনী মাঠে কঠোরভাবে দায়িত্ব পালন করেন।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এরমধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৩৬২ এবং নারী ভোটার ৮১ হাজার ২৭৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে রিজিয়া আজিজ সরকার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। গত ৮ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুতে পদটি শুন্য হয়।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top