রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

সেই বিএনপি নেতা চাঁদের আবারও রিমান্ড আবেদন


প্রকাশিত:
১২ জুন ২০২৩ ০৫:৫৫

আপডেট:
৬ মে ২০২৪ ১৪:২৬

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। নগরীর কাশিয়াডাঙ্গা থানায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

রোববার (১১ জুন) দুপুরে বিএনপি নেতা চাঁদকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করা হয়।

রাজশাহী মহানগর কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবুল হাশেম জানান, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কারাগারে আটক ছিলেন। আজ (রোববার) দুপুরে তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম-৩) আদালতে হাজির করা হয়। এ সময় নগরীর রাজপাড়া থানায় পুলিশের দায়ের করা বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম এ আবেদন করেন। আদালতের বিচারক মহিদুর রহমান সোমবার (১২ জুন) তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে তাকে আবারও কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

এর আগে, গত ২৫ মে বেলা ১১টার দিকে নগরীর কোর্ট ভেড়িপাড়া এলাকা থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আদালতে হাজির করে ২য় দফায় রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। সেই প্রেক্ষিতে আদালত আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ২১ মে রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।

পরদিন ২২ মে সন্ধ্যায় সন্ত্রাস দমন আইনে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আরমান হোসেন বাদী হয়ে আরও একটি মামলা করেন। ২৩ মে নাটোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চাঁদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।

এছাড়াও ২৪ মে চাঁদসহ দলের পাঁচ নেতার বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে মানহানির মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার এই ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় বিএনপির এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top