রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

৩৮ দিনের শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার মা


প্রকাশিত:
২৯ মে ২০২৩ ০৭:৩৩

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:০৭

প্রতীকী ছবি

রাজশাহীতে গোয়ালঘরের গামলা থেকে ৩৮ দিনের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ মে) সকালে মোহনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে, গতকাল শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেফতার গৃহবধূর নাম তানিয়া খাতুন (২০)। তিনি মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বগপাড়া গ্রামের আলামিন হোসেনের স্ত্রী। মৃত নবজাতক তাদের ২য় সন্তান ছিল।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গতকাল বিকেলে শিশুটির বাবা বাড়ির বাইরে গিয়েছিলেন। নবজাতক শিশুটিকে ঘরে ঘুমিয়ে রেখে বাথরুমে যান মা তানিয়া খাতুন। বাথরুম থেকে বেরিয়ে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যান।

এদিকে পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে গিয়ে গোয়ালঘরে গরুর খাবারের জন্য রাখা গামলায় বাচ্চাটিকে ভেসে থাকতে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন নবজাতককে মৃত অবস্থায় পান।

ওসি সেলিম বাদশাহ বলেন, ওই নারীর চিৎকারে আশপাশের সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুটির মা–ও আসেন। কিন্তু তিনি শিশুর মরদেহ দেখে প্রথমে কান্নাকাটি করেননি। এতে সন্দেহ হয়। রাতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তিনি স্বীকার করেন, মাথায় জিন চাপলে কী হয়, তিনি আর মনে করতে পারেন না। পরে শিশুটির বাবা যে মামলাটি করেছেন, তাতে তানিয়া খাতুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

 

আরপি/এসআর-০৩


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top