রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ চলবে ২৮ মে পর্যন্ত।
সোমবার (২২ মে) দুপুর ৩টায় বোয়ালিয়া ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ভূমি সেবা সপ্তাহের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-১৩
বিষয়: ভূমি সেবা সপ্তাহ
আপনার মূল্যবান মতামত দিন: