রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

ছয় মাসে ৯৩ নারী-শিশুকে সেবা দিয়েছে আরএমপির ভিকটিম সাপোর্ট


প্রকাশিত:
২২ মে ২০২৩ ১৫:৪৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৯:৪৪

ছবি: রাজশাহী পোস্ট

গত ছয় মাসে ৯৩ জন নারী ও শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে সেবা দেওয়া হয়েছে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

রোববার (২১ মে) দুপুরে আরএমপি সদর দফতরে ভিকটিম সাপোর্ট সেন্টার স্টিয়ারিং কমিটির ২৩তম সভায় এসব জানান আরএমপি কমিশনার।

আনিসুর রহমান বলেন, সহিংসতার শিকার নারী ও শিশুদের সব ধরনের আইনগত সেবা, চিকিৎসা সেবা ও কাউন্সিলিং সেবা প্রদান করা ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্দেশ্য। ২০২২ সালের নভেম্বর হতে এ বছরের এপ্রিল পর্যন্ত সর্বমোট ৯৩ জন নারী ও শিশুকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। ভিকটিম সার্পোট সেন্টারের কার্যক্রমের প্রসার ঘটাতে হবে।

এজন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আরএমপি প্রধান।

এর আগে পুলিশ কমিশনার আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার এবং এনজিও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেন।

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আল মামুন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) মোহাম্মদ জাহিদুল ইসলামসহ আরএমপির ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আটটি এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-০৫


বিষয়: আরএমপি


আপনার মূল্যবান মতামত দিন:

Top