রাজশাহী শনিবার, ৭ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

আত্মগোপনে থেকে রাজমিস্ত্রী, রেহাই হলো না আক্কাছের


প্রকাশিত:
২২ মে ২০২৩ ১৫:৪২

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৭

ছবি: গ্রেফতার আসামি

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে মাদারীপুরে আত্মগোপনে ছিলেন রাজশাহীর আক্কাছ আলী ওরফে মুজাহিদ (৪৮)। তবুও শেষ রক্ষা হলো না ওই আসামির।

শনিবার (২০ মে) দিনগত রাতে মাদারীপুরের শিবচর উপজেলা থেকে তাকে গ্রেফতার করেছে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাছ আলী ওরফে মুজাহিদ গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামে মৃত মসাহাক আলীর ছেলে।

ওসি কামরুল ইসলাম বলেন, ২০১০ সালে রাজশাহীর পুঠিয়ায় মাদকসহ গ্রেফতার হন আক্কাছ। তখন এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা হয়। অভিযোগ প্রমাণিত হলে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। পরে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি মাদারীপুরের শিবচরে আত্মগোপনে থেকে রাজমিস্ত্রীর কাজ করছিলেন।

পরে সেখানকার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top