রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

সরকারের ওপর আস্থা-বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত:
২২ মে ২০২৩ ১৫:৩৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৫:৩৩

ছবি: রাজশাহী পোস্ট

সরকারের ওপর আস্থা এবং বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

রোববার (২১ মে) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

‘রাজশাহী স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩’ এর উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী আমরা বাংলাদেশকে ডিজিটাল করতে সক্ষম হয়েছি। যত বাধাই আসুক না কেন, সব বাধা পেরিয়ে তাঁরই পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব। প্রধানমন্ত্রী যত প্রতিশ্রুতি দিয়েছেন, সব বাস্তবায়ন করেছেন; এটা সবার কাছে দৃশ্যমান। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সকল পর্যায়ের উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী।

আইসিটিতে রাজশাহীর অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী বিভাগ শুধু আম, ধান, গম, চাল উৎপাদনে প্রথম হবে না; এখন আইসিটিতেও প্রথম হবে। রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্ক করা হয়েছে। যেখান থেকে হাজার হাজার ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা তৈরি হচ্ছে। প্রত্যেকটা গ্রামে মানুষ এখন স্মার্ট ফোন ব্যবহার করে। এর মাধ্যমে অনেকেই ফিল্যান্সিং করে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে।

দেশের আইসিটি খাতে ব্যাপক অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রশংসা করে শাহরিয়ার বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়। আর এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে জোয়ারের দরকার ছিল তা এনে দিয়েছেন জুনাইদ আহমেদ পলক।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বাঘা-চারঘাট আসনের এমপি বলেন, শিক্ষার্থীদের চ্যালেঞ্জ এবং সুযোগের কথা ভেবেই পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে। ডিজিটাল ব্যবস্থার কারণে চারঘাটের চিত্র এখন অনেক বদলে গেছে। তরুণদের নিজের ভবিষ্যৎ গড়তে হবে, ব্যর্থ হলে দমে যাওয়া যাবে না। সঠিক লক্ষ্য স্থির করে তা বাস্তবায়নে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে হবে; তবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিদেশে না গিয়েও দেশের মাটিতে বসে বিদেশি কোম্পানিতে কাজ করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে আমাদের তরুণরা। এটাই স্মার্ট বাংলাদেশ। প্রধানমন্ত্রী তরুণদের চাকরির সব সময় পেছনে না ছুটে উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। চাকরি করলে কেউ একটি পরিবারের দায়িত্ব নিতে পারে, আর উদ্যোক্তা হলে হাজারও পরিবারের দায়িত্ব নেওয়া যায়।

বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, লন্ডনের শিক্ষার্থীরা যে সুযোগ পায়, আমাদের দেশের গ্রামের শিক্ষার্থীরাও যেন সে সুযোগ পায়; সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা ইন্টারনেটের খরচ কমিয়েছি, গতি বৃদ্ধি করেছি; যাতে সকল পর্যায়ের মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহার করে সুবিধা ভোগ করতে পারে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক, শেখ রাসেল প্রকল্প পরিচালক এস এম এ রফিকুন্নবী বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৩০ জন স্মার্ট নারীর হাতে এককালীন ৫০ হাজার করে মোট ১৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় পাঁচজনকে সনদ প্রদান করা হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় মোট ২৮টি স্টল অংশগ্রহণ করে।

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top