রাজশাহী শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে

৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ০১:১৭

আপডেট:
২ মে ২০২৫ ০৫:৪১

 ৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন

রাজশাহীতে প্রাণীসম্পদ সেক্টরে দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ লাইভস্টক সোসাইটির ৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড প্রদান বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) এর সভাপতি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটোরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে উপস্থিত নেতৃবৃন্দ ৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড ঘোষণা করেন।



অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন, ক) লাইভস্টক শিল্পে মনসুর আলম, লাইভস্টক গবেষণায় প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর, লাইভস্টক শিক্ষায় প্রফেসর ড. সিদ্দিকুর রহমান ও প্রাণীসম্পদ অধিদপ্তরে কৃষিবিদ এটিএম ফজলুল কাদের মল্লিক, খ) লাইভস্টক শিল্পে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, প্রাণিসম্পদেও মাঠ পর্যায়ে ডা: শাহীনুর আলম, মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবী (পল্লি ও প্রাণী চিকিৎসক) শেফালি দাস এবং জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরক্ষণ মিজানুর রহমান, গ) ইলেক্ট্রনিক মিডিয়া রাশিদুল হক রুশো ও প্রিন্ট মিডিয়া সবুজ বাংলা, ঘ) লাইভস্টক শাখার রেজাউর রহমান, পোল্ট্রি শিল্পে রফিক আনোয়ারুল ইসলাম ও সৌখিন পাখি কেইজ বার্ড এসোসিয়েশন অব রাজশাহী।



সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিএলএস এর সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ ডেটেরিনারি অফিসার ড. হেমায়েতুল ইসলাম আরিফ।

এসময় উপস্থিত ছিলেন, বিএলএস এর কোষাধ্যক্ষ ও উদয় ট্রেডার্সেও সত্বাধিকারী এনামুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও তুলি ট্রেডার্সেও মালিক সেলিনা বেগম, বিএলএস এর সহ-সাধারণ সম্পাদক শুভ, নির্বাহী সদস্য ও ডেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের বিভাগের পিএইচডি ফেলো উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ইসমাইল হক প্রমুখ।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top