রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেটে মাইক্রোস্ট্যান্ড..


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ০০:৫০

আপডেট:
৬ ডিসেম্বর ২০১৯ ০০:৫১

রামেক হাসপাতালে জরুরি বিভাগের সামনেই যত্রতত্র রাখা মাইক্রোবাস ও অটোরিক্সা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর জরুরি বিভাগের সামনেই যত্রতত্র রাখা মাইক্রোবাস ও অটোরিক্সার কারণে রোগি ও তাদের স্বজনদের পড়তে হয় বিড়ম্বনায়। এসব মাইক্রোবাস, অটোরিক্সার কারণে হাসপাতালে প্রবেশ করা বা বাইরে বের হওয়া, দুটোতেই ভোগান্তি পোহাতে হয় তাদের। জরুরী বিভাগের সামনে রাখা মাইক্রোবাসের ধাক্কায় রোগি ও স্বজনরা আহত হওয়ার ঘটনাও অহরহ ঘটে। রোগিকে এই হাসপাতালে চিকিৎসা করাতে এসে অনেকেই রোগি হয়েছে।

 

শুধু মাইক্রোবাসই নয়, জরুরী বিভাগের সামনে সারিবদ্ধভাবে রাখা অটোরিক্সাও মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। হাসপাতালের জরুরী বিভাগের সামনে সারিবদ্ধভাবে রাখা হয় অটোরিক্সা। আর জরুরী বিভাগের সামনের ফাঁকা জায়গা নিজের মত করে ব্যবহার করছেন মাইক্রো চালকরা। জরুরী বিভাগের প্রধান ফটকের সামনেই গড়ে তোলা হয়েছে মাইক্রোস্ট্যান্ড। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এনিয়ে কোনই পদক্ষেপ নেই। এটিকে যেন কোন সমস্যাই মনে করেন না কর্তৃপক্ষ। গতকাল ছবিটি রামেক হাসপাতালের সামনে থেকে তোলা।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top