র্যাবের অভিযানে ২৩৬ বোতল ফেন্সিডিল জব্দ

রাজশাহীতে ২৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ বুধবার রাত দুইটার দিকে তালাইমারী খানপুর নামক স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রাত আনুমানিক দুইটার দিকে নগরীর তালাইমারী খানপুর এলাকায় অভিযান চালায় বিজিবি। এরপর সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তায় ২৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। যার আনুমানিক সিজার মুল্য ৯৪ হাজার ৪১০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করতে পারেনি টহল দল।
জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে জানানো হয়।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: