রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা আটক


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৩ ২২:০২

আপডেট:
৫ মে ২০২৪ ২১:১৩

ছবি: আটক আসামি

রাজশাহীতে ঘুষের ১০ লাখ টাকাসহ কর কর্মকর্তা মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে নগরীর কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়।

দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি টিম মহিবুল ইসলাম ভূইয়ার কার্যালয়ে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করলে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি। এসময় কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুদক কর্মকর্তাদের মারধর ও অভিযানে বাধা দিতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কামরুল আহসান জানান, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী দুদকের একটি দল আজ অভিযানে যায়। ঘুষের ওই টাকা দেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

 

আরপি/এসআর-১১


বিষয়: দুদক আটক


আপনার মূল্যবান মতামত দিন:

Top