রাজশাহী নগর জামায়াতের আমির কেরামত আলী গ্রেফতার
 
                                রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ পানির টাঙ্কি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার জামায়াত নেতা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। নগরীর হেতেমখাঁ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
আরএমপি মুখপাত্র রফিকুল আলম জানান, নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের কাজে বাধা প্রদান, বেআইনীভাবে সমাবেশ করা, পুলিশের উপর আক্রমণ করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি এই জামায়াত নেতা দলকে শক্তিশালী করতে বিভিন্ন স্থানে গোপন বৈঠক করেছেন। নাশকতার পরিকল্পনার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরপি/এসআর-০৭
বিষয়: জামায়াতের আমির গ্রেফতার

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: