রাজশাহীতে খুন করে গরু-বাছুর লুট!

রাজশাহীর দাশপকুর এলাকায় আব্দুল মজিদ (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। তাকে খুন করে দুর্বৃত্তরা দু’টি গরু ও দু’টি বাছুর লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয় পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, দাশপুকুর বাইপাসে খাস জমিতে দু'টি গরু ও দু'টি বাছুর পালন করতেন মজিদ। পাশে একটি চৌকিতে তিনি ও তার স্ত্রী ঝর্না বেগম থাকতেন। বুধবার রাত ১২টার পর যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে শ্বাস রোধ করে হত্যা করে গরু ও বাছুরগুলো নিয়ে গেছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: