রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ট্রাকের ধাক্কায় সড়কেই গেল যুবকের প্রাণ


প্রকাশিত:
২ এপ্রিল ২০২৩ ০৩:১৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫০

প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শনিবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কের সালেহা ইমারত ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মিলন হোসেন (২২)। তিনি উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামের বাহাদুর হোসেনের ছেলে।

জানা যায়, মিলন মোটরসাইকেল চালিয়ে সাঁকোয়া নিজ বাড়ি থেকে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আত্রাই-ভবানীগঞ্জ সড়কের শিকদারীর সালেহা ইমারত ডিগ্রি কলেজে এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে আশপাশের লোকজন মিলনকে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top