রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১

বাঘায় বিভিন্ন মামলায় আটজন গ্রেফতার


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ০৬:২২

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:২০

ছবি: গ্রেফতার আসামিরা

রাজশাহীর বাঘায় গাঁজাসহ একজন ও বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের। রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার হয় তাদের ।

গ্রেফতাররা হলেন- উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া পূর্বপাড়া গ্রামের অভিযান চালিয়ে একটি বাজারের ব্যাগের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজাসহ খোশবার আলীকে (৪৫) গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্যে ৪০ হাজার টাকা। একই আড়পাড়া গ্রামের পরোয়ানাভুক্ত সইমুদ্দিন (৪৮), জাহিদ হাসান (২৮),জয়নাল আবেদিন (৫২), রাজিব হোসেন (২২), সুমন আলী (২৬), কিশোরপুর শেখপাড়া গ্রামের হামিদুল ইসলাম (২৭), পাশ্ববর্তী চারঘাট উপজেলার তালবাড়িয়া (পরানপুর) গ্রামের সুজন আলীকে (২৮) গ্রেফতার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেফতার খোশবারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিভিন্ন সময়ে নানা অপরাধে পরোয়নাভূক্ত সাত আসামিসহ গ্রেফতার মোট আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top